চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আইনশৃংখলা,মানবপাচার প্রতিরোধ কমিটির সভা উপজেলা অফিসার্স কাবের হলরুমে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,সহকারি কমিশনার (ভুমি) আবদুল খালেক পাটোয়ারী,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা খাদ্য কর্মকর্তা,সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুরের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ির চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, সাধনপুরের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, খানখানাবাদের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিন, শেখেরখীলের চেয়ারম্যান মোরশেদুর রহমান ফারুকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাফিন ইশমাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হারুন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওতকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল করিম, ছনুয়া,গন্ডামারা ও বাহারছড়ার প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সামনে আসছে হিন্দু সম্প্রসায়ের বৃহৎ দুর্গোৎসব,এ সময় যাতে কোন অবস্থায় আইনশৃংখলার অবনতি না ঘটে তার জন্য এবং এলাকার চলমান উন্নয়ন কর্মকান্ড গুলো যথাসময়ে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা বাঁশখালীর আইনশৃংখলা উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।