শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে বাঁশখালী পৌরসভা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পৌর পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সোমবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র প্রণব কুমার দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন।
বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা তপন দাশ গুপ্ত, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, কাঞ্চন কুমার বড়ুয়া, কাউন্সিলর বদিউল আলম, কাউন্সিলর মো. ইসহাক, কাউন্সিলর আকতার হোসেন, কাউন্সিলর ছাদেকা নুর খানম বিউটি, কাউন্সিলর আবদুল গফুর সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয়া দূর্গোৎসব সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন মেয়র এডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন।