চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট বাঁশখালী ডিগ্রী কলেজের ওরিয়েন্টেশন কাস ও নবীন বরন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি ড. জমির উদ্দিন সিকদার। অধ্যাপক রাসমোহন নাথ এর সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত ভাষন প্রদান করেন কলেজের অধ্যাপক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল গফুর এবং বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদত আলম, অধ্যাপক কামরুদ্দিন আহমদ, অধ্যাপক জহিরুল কাদের জাবেদ, প্রভাষক মানিক দে প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. জমির উদ্দীন সিকদার নবাগত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত কাসে উপস্থিত থেকে জীবনের লক্ষ্য স্থির রেখে এগুতে হবে। তাহলে কেউ দমিয়ে রাখতে পারবেনা। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন অর্থাভাবে কোন ছাত্র ছাত্রী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য শিক্ষকদের অনুরোধ জানান এবং আজকের এই ব্যাচ থেকে যারা জিপিএ ৫ পাবে তাদের কে নগদ বৃত্তি প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন।