বাঁশখালী আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমার অতীতের সকল ভুলের জন্য ক্ষমা চাচ্ছি,আগামীতে বাঁশখালীর অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড গুলো যাতে সমাপ্ত করতে পারি, তার জন্য স্বাধীনতা কামী জনগনের প্রতীক নৌকায় রায় দিবেন। এবার সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে অনেকে শত শত কোটি টাকা খরচ করছে এবং নানা ভাবে খরচ করছে। কিন্ত টাকা দিয়ে সবাইকে কিনতে পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেনা যাবে না। যারা আওয়ামীলীগ দাবী করে নির্বাচনে অংশ নিয়েছে তারা তো জয় বাংলা বলে না, নৌকা প্রতীক পায়নি, তাহলে তারা কিভাবে আওয়ামীলীগের প্রার্থী হলেন কি করে ! গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাথরিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে গনসংযোগ কালে পথ সভায় একথা বলেন, বাঁশখালীর দুবারের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি আরো বলেন, বিগত ১০ বছর আমি দায়িত্বে আছি, কেউ আমার সাথে দেখা কিংবা কথা বলতে দালাল ধরতে হয়নি। সরাসরি গিয়ে কথা বলেছেন, ভবিষ্যতে কোন দালালের প্রয়োজন হবে না। তিনি বলেন, যাকে সুখে দুঃখে আপনাদের পাশে পাবেন তাকে আপনারা রায় দিয়ে আপন করেন নিবেন। গনসংযোগ কালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর,বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী,বৈলছড়ি আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন,কাথরিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, চৌধুরী নাজেমুল হক, আবুল কাশেম চৌধুরী, ফেরদৌস আহমেদ সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ সাধারন জনগন এ সময় সাথে ছিলেন ।