চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের(এলডিডিপি) আওতায় পিজি ও নন পিজি সদস্যদের” ব্যবসা পরিকল্পনা প্রণয়ন ” বিষয়ক ২ (দুই) দিনব্যাপী প্রশিক্ষন সম্প্রতি অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুপন নন্দী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিণে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ নাজমুল হক ও প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ শুভ দাশ। উক্ত প্রশিণে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট খামারীরা তাদের উৎপাদিত দুধ,ডিম ও মাংস থেকে সঠিক ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কিভাবে আর্থিকভাবে সর্বোচ্চ লাভবান হতে পারে তাই উক্ত প্রশিণ কর্মসূচির মূল উদ্দেশ্য। উল্লেখ্য উপজেলার সকল পর্যায়ের খামারীদের মোট ১৬ টি ব্যাচে প্রশিণ প্রদান করা হচ্ছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুপন নন্দী।