চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দিনব্যাপী নানা কর্মসুচী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ২৬মার্চ ভোরে সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাঁশখালীর সাংসদ মুজিবুর রহমান,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার,থানার অফিসার ইনচার্জ ওসি তোফায়েল আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ, আনসার,ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্টিত হয়। ডিসপ্লে ও কুচকাওয়াজ শেষে বিজয়ী ও অংশগ্রহন কারিদের পুরস্কৃত করা হয়।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার ডাঃ আবু ইউসুফ চৌধুরী,মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, অসিত সেন, জয়হরি সিকদার,আহমদ ছফা, আবুল বশর প্রমুখ আলোচনায় অংশ নেন। এ সময় বক্তারা দেশের স্বাধীনতা সংগ্রামে জাতির জনকের আহবানে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের জন্য আতœত্যাগ করার কথা তুলে ধরেন।