জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও) এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা বাস্তবায়িত ‘চাইল্ড সেন্টারড় এন্টিসিপেটরি একশন ফর বেটার প্রিপেয়ার্ডনেস অফ কমিউনিটিজ এন্ড লোকাল ইন নর্দার্ন এন্ড কোস্টাল এরিয়াজ অফ বাংলাদেশ’ এর আওতায় বাঁশখালী উপজেলার পুকুরিয়া,সাধনপুর,কালীপুর ও বৈলছড়ি এলাকার ই্উডিএমসি,স্বেচ্ছাসেবক, ইন্টারপেটারপুল, শিশু ও যুব গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে “সেফগাডিং এন্ড জেন্ডার ইনক্লুশন” প্রশিক্ষণ বৃহস্পতিবার উপজেলা প্রাণীসম্পদ অফিসের হলরুমে অনুষ্টিত হয়।
উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় প্রশিক্ষণে সন্মানিত অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী। শুরুতে প্রশিক্ষণের উদ্দেশ্য বর্ণনা করেন ইপসার সহকারি প্রজেক্ট অফিসার রিয়াজ উদ্দিন তালুকদার, ইপসা “সেফগাডিং এন্ড জেন্ডার ইনক্নুশন” বিষয়ে সেশন পরিচালনা করেন ইপসার প্রজেষ্ট অফিসার মাহিনুর আক্তার,ইপসার প্রজেষ্ট অফিসার শৈতিংয়ী মারমা। প্রশিক্ষণ কর্ম শালায় অংশগ্রহন করেন এবং উপস্থিত ছিলেন সাধনপুরের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোহাম্মদ এজাজ, কালীপুরের ইউপি সদস্য রিনা আক্তার, বৈলছড়ির ইউপি সদস্য মোঃ আবদুল আলীম,পুকুরিয়ার ইউপি সদস্য, সহকারি প্রজেক্ট অফিসার মুহাম্মদ এনামুল ইসলাম,এফএফ আলী আহসান ইমতিয়াজ, এফএফ সাজ্জাদুল ইসলাম সহ অন্যান্য অংশ গ্রহনকারিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় জেন্ডার বিষয়ে, নারী শিশুর অধিকার ও বৈষম্য সহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।