চট্টগ্রামের বাঁশখালী সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম’র শীতবস্ত্র বিতরণের জন্য বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা সম্পন্ন হয়েছে। গতকাল অনুষ্টিত এ সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি ডিপার্টমেন্ট অফিসার ডাঃ আসিফুল হক, মানবিক সংগঠক শামিম উল্লাহ আদিল, একুশে ফাউন্ডেশন এর সভাপতি এহছান উল্লাহ, পল্লি আদর্শ একতা সংঘের প্রতিষ্ঠাতা এইএম এম ফরহাদ সিকদার, হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক কার্যকরী সদস্য শাহাদাৎ হোসেন, বৈলছড়ি ইউনিয়ন ব্লাড ডোনেশন এডমিন ইমরান হোসেন শাকিল, মানবতার কল্যাণে আমরা এডমিন সহ আরও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
সভায় বাঁশখালীর বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণের তারিখ নির্ধারন করা হয় এবং সংগঠনের প্রতিনিধিদের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র প্রদান করা হয় ।