মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে বাঁশখালী উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করে। তারই অংশ হিসাবে
মহান ২১ ফেব্রুয়ারি-এর প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনসমূহের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর বাঁশখালী উপজেলা প্রশাসনের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরান, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোঃ জসিম উদ্দিন। আলোচনায় অংশ নেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃসাইফুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাঈল,বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনীন জন্নাত ফাহমিদা, কবিতা আবৃত্তি করেন নুসাইবা নছির, নারিশা মজুমদার,বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান মাসুদ শাওন, মোহাম্মদ আশিক। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় ক. বিভাগে তনুজ চক্রবর্তী প্রথম,কুহু ধর দ্বিতীয়, শ্রীজা সিকদার তৃতীয়,খ. বিভাগে অনুস্কা তালুকদার প্রথম, তীর্থ ভারতী দ্বিতীয়, মো:জহিরুল ইসলাম(মাহিন) তৃতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হয়।