চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প শনিবার সকালে অনুষ্টিত হয়। বাঁশখালী বৈঁলছড়ি ফয়েজ আহমদ চৌধুরী বাড়ির মাঠে অনুষ্টিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আমেরিকাস্থ বাঁচাও দাতব্য সংস্থার প্রধান অর্থায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন সাকেরা ফয়েজ ফাউন্ডেশন, ছাবের আহমদ মাষ্টার স্মৃতি সংস্থা ও রোটারি কাব চট্টগ্রাম ডাউনটাউন আর আই ডি ৬৫ বাংলাদেশ। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতালের চিকিৎসকদের পরিচালনায় বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় প্রায় ৪০০ জন রোগী চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। তাদের মধ্যে প্রায় ৯৫ জন রোগী চোখের ক্যাটেরিনা রোগের রোগী চিহ্নিত করা হয়। যাদের ৩০ জন করে পরে তাদের কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতালে নিয়ে গিয়ে চোখের ছানি অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে উল্লেখ করেন। বাঁশখালীতে অনুষ্ঠিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চট্টগ্রাম ডাউন টাউন আর আই ডি ৬৫ বাংলাদেশ এর প্রেসিডেন্ট রোটারিয়ান অনিল কে চৌধুরী, রোটারিয়ান ডাঃ সৈয়দ মাহফুজুল হক,রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, রোটারিয়ান মুহাম্মদ মুজিবুর রহমান,রেটারিয়ান হারাধন দে,রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, রেটারিয়ান ডাঃ রশিদ আহমদ চৌধুরী,রেটারিয়ান সেলিম উদ্দিন, রেটারিয়ান নবুয়ত আরা,রেটারিয়ান রাকিব উদ্দিন সহ বাহারচড়া রতœপুর উচ্চ বিদ্যালয়ের শতাধিত শিক্ষার্থী ও শিক্ষক। উদ্বোধনী অনুষ্টান রোটারিয়ান মুহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় রোটারি কাব চট্টগ্রাম আরআইডি ৬৫ বাংলাদেশ এর প্রেসিডেন্ট অনিল.কে.চৌধুরী বলেন রোটারি ক্লাব চট্টগ্রাম ডাউনটাউন আরআইডি ৬৫ বাংলাদেশ, ভাল কাজের সাথে থাকতে চায়, তাই প্রতি বছর চক্ষু ক্যাম্প থেকে শুরু করে নানা মানবিক কাজ নিয়ে সাধারন জনগনের মাঝে হাজির হয়। তিনি চিকিৎসা গ্রহনকারিদের ডাক্তারের পরামর্শ অনুসারে চলার আহবান জানান।
উল্লেখ্য বিগত বছরে বাঁচাও বাঁচাও দাতব্য সংস্থার ও ছাবের আহমদ মাষ্টার স্মৃতি সংস্থা উদ্যোগে বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে বিনামুল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয় । এ সময় ৩০৮ জন গরীব রোগীকে চোখের ছানি অপারেশন করা হয় বলে জানান রোটারিয়ান মুহাম্মদ মুজিবুর রহমান ॥