চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়িতে এসএসিপি প্রকল্পের অধীনে ” মাঠ দিবস” অনুষ্টিত হয় । বাঁশখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে বৈলছড়িতে ফসলঃ রঙিন ফুলকপি,( ক্যারেনটিনা ও ভ্যালেনটিনা) এর ” মাঠ দিবস” দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক, প্রধান অতিথি ছিলেন কৃষি দপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হাবিবুন নেছা,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জয়দেব চন্দ্র রায় ।
উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃওচমান গনি চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত কৃষকেরা তাদের উৎপাদিত রঙিন ফুলকপি,( ক্যারেনটিনা ও ভ্যালেনটিনা)সহ নানা ধরনের সবজির ফলনের বর্ণনা করেন এবং সারা বছর ব্যাপী সবজি উৎপাদনে উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতার কথা উল্লেখ করেন এবং আগামীতে এ ধারা অভ্যাহত রাখার আহবান জানান ।