চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল রবিবার বাঁশখালী উপজেলা আদালত ভবন হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম চৌধুরী বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অসীমা দেবী ও যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন বিজ্ঞ যুগ্ন জেলা জজ সুশান্ত কুমার চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হামিদ। ইফতার ও দোয়া মাহফিলে আলোচনায় অংশ নেন সিনিয়র এডভোকেট নুরুল আবছার,আইনজীবী এডভোকেট মুজিবুল হক, এডভোকেট আতাউল্লাহ চৌধুরী, এডভোকেট আবদুল খালেক, এডভোকেট আক্কাস উদ্দিন, এডভোকেট হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট হাফেজ হেলাল উদ্দিন। অতিথিরা বলেন প্রতি বছর মাহে রমজানে সিয়াম সাধনার মাসে রোজা রমজানে তাৎপর্য তুলে ধরে ধর্মীয় নিয়মনীতি অনুসরণ করে দিন অতিবাহিত করার আহ্বান জানান।