বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শনিবার বিকালে উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ হাজ্বী সোলতান কমিউনিটি ক্লাবের হলরুমে সম্পন্ন হয়। উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক.প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম,
বিশেষ অতিথি বাঁশখালী পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।
উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা হেফাজত ইসলামের আমীর মাও নুরুল হক সুজীশ, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সহ-সভাপতি মাও ইয়াছিন কাশেমী, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাড. আবু নাছের, জেলা সূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান আকতার হোসাইন, সিনিয়র আইনজীবী জাকের উল্লাহ, অ্যাড. জি এম সাইফুল ইসলাম, মাও শহিদুল্লাহ।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সমাজ কর্মী, জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।