দক্ষিণ চট্টগ্রামের আলোচিত বিএনপি নেতা ও গন্ডামারার চেয়ারম্যান মোঃ লেয়াকত আলীর নেতৃত্বে সারা বাঁশখালী ব্যাপী ইফতার ও দোয়া মাহফিল করা হচ্ছে । নানা কারণে আলোচিত এ বিএনপি নেতা লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসাবে ৫ জনের কমিটির একজন । সম্প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভায় লেয়াকত আলীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত সদস্য হিসাবে কেন্দ্রে থেকে কার্ড করায় বাঁশখালীর বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে । বাঁশখালী সরকারি আলাওল কলেজ মাঠে নিজস্ব কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল করে নিজের উদ্যেগে সারা বাঁশখালী ব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের ঘোষনা দিয়ে নিজ উদ্যোগে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিলে সাধারন জনগন আশানুরুপভাবে অংশগ্রহন করছে । এদিকে ঘোষিত তারিখ অনুসারে ১৩ মার্চ ১২ ই রমজান (বৃহষ্পতিবার) শীলকুপ ইউনিয়নের টাইম বাজার, ১৪ মার্চ ১৩ ই রমজান (শুক্রবার) বৈলছড়ী ও কালিপুর ইউনিয়ন যৌথভাবে বৈলছড়ী ইউনিয়নের হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা মাঠে, ১৫ মার্চ ১৪ ই রমজান (শনিবার) বাহারছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কমিউনিটি সেন্টার মাঠে, ১৬ মার্চ ১৫ ই রমজান( রবিবার) ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজি বাজার মাঠে,১৭ মার্চ ১৬ ই রমজান (সোমবার) সরল ইউনিয়নে মিনজিরিতলা খালাছিয়া বাজার এলাকায়,১৮ মার্চ ১৭ ই রমজান (মঙ্গলবার) পুঁইছড়ী ইউনিয়নে প্রেম বাজার এলাকায়, ১৯ মার্চ ১৮ ই রমজান (বুধবার) পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়ন যৌথভাবে বাণীগ্রাম বাজার মসজিদ মাঠে, ২০ মার্চ ১৯ রমজান (বৃহষ্পতিবার) চাম্বল ইউনিয়নের ঐতিহাসিক কমিউনিটি সেন্টার মাঠে, ২১ মার্চ ২০ রমজান (শুক্রবার) বাঁশখালী পৌরসভা সদরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, ২২ মার্চ ২১ রমজান (শনিবার) খানখানাবাদ ইউনিয়ন , ২৩ মার্চ ২২ রমজান সেখেরখীল ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে । এতে স্বতস্ফূর্ত যোগদানের মাধ্যমে সফল করে তোলার জন্য বাঁশখালীর দলীয় নেতা-কর্মী ও সর্ব পেশার সম্মানীত ব্যক্তিবর্গকে বিশেষভাবে অনুরোধ জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান লেয়াকত আলী ।