বাঁশখালী ফুটবল একাডেমীর ১০ বছর পূর্তি ও বার্ষিক মিলনমেলা দক্ষিন জলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার অনুষ্টিত হয়। বাঁশখালী ফুটবল
একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান সম্পন্ন হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন এড. দিদারুল আলম, সাংবাদিক আবু বক্কর বাবুল, সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক শিব্বির আহমদ রানা,সাংবাদিক রিয়াদুল ইসলাম, সাংবাদিক তাফহিমুল ইসলাম, ক্রীড়া সংগঠক সাইফুল আজম, জাফর ইকবাল, অপু বড়ুয়া ও মনজুর আলম। প্রতিষ্টাতা সদস্য হিমেল বাপ্পার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক প্রকাশ বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্টাতা সদস্য ফিফা রেফারী বিটুরাজ বড়ুয়া, আমীর হোসেন, মোঃ মহিবুল্লাহ, রিফাদুল ইসলাম রুবেল প্রমুখ। একাডেমী কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদানের জন্য মোঃ ফোরকান, আবদুল্লাহ হিরু ও মোহাম্মদ ফয়সালকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্টান শেষে একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।