চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়িতে”কৃষি আবহাওয়া বিষয়ক ফার্ম (FARRM) স্কুল ” সেশন কার্যক্রম পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার সাবেক মহাপরিচালক এবং বর্তমান রাইমস এর কর্মকর্তা ড. মোঃ আবদুল মুঈদ সহ কৃষি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা। গত বুধবার বিকালে জার্মান জিএফও, সেভ দ্যা সিলড্রেন এর সহযোগিতায় রাইমস এর কারিগরি সহায়তায় ইয়ং পাওয়ার স্যোশাল একশন ইপসা কর্তৃক বাস্তবায়িত “কৃষি আবহাওয়া বিষয়ক ফার্ম স্কুল ” এর কার্যক্রম পরিদর্শনে তিনি বাঁশখালীতে আসেন ।এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ ওমর ফারুক, বাঁশখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক,এসএপিপিও মুহাম্মদ কায়ছার, উপ সহকারি কৃষি অফিসার মোঃ ওচমান গনি চৌধুরী, জুতি চৌধুরী সহ ইপসা ও রাইমস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য বাঁশখালীতে জার্মান জিএফও, সেভ দ্যা সিলড্রেন এর সহযোগিতায় রাইমস এর কারিগরি সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা কর্তৃক বাস্তবায়িত পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়িতে ৪টি “কৃষি আবহাওয়া বিষয়ক ফার্ম স্কুল ” রয়েছে । যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত উপ সহকারি কৃষি অফিসার সহ ইপসার কর্মকর্তারা ক্লাস পরিচালনা এবং নির্বাচিত কৃষকদের আবহাওয়া ,ফসল উৎপাদন ,পরিচর্চা সহ সামগ্রীক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় ।