চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোরশেদুল আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(পিপি)ও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা মোহাম্মদ হামেদ, বাঁশখালী পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম মোহাম্মদ আলী, বাঁশখালী পৌরসভা যুবদলের আহবায়ক তমিজুর রহমান, অভিভাবক প্রতিনিধি, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কায়সার বাদশা সহ বিদ্যালয়ের শিক্ষক ,অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।