দক্ষিণ চট্টগ্রামের জনগুরুপ্ত পূর্ণ সড়ক আনোয়ারা বাঁশখালী হয়ে কক্সবাজার গামী সড়কের চারলেনে উন্নতীকরণের সম্ভাব্যতা যাচাই এর জন্য পরিদর্শণ করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বৃহস্পতিবার সকালে । এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ,সহকারী প্রকৌশলী মোঃ আবু হানিফ, সমাজকর্মী নিজাম উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় বাঁশখালীর ছাত্রজনতার পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোঃ এহছানুল হক কে স্মারক লিপি প্রদান করা হয় । তাতে কর্ণফুলী টানেল এর সুফল পেতে আনোয়ারা-বাঁশখালী সড়কের উন্নয়ন ও জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে অবিলম্বে আনোয়ারা-বাঁশখালী (এবিসি) সড়ককে চার লেনে উন্নীত করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও প্রকল্প গ্রহণ করা, কর্ণফুলী টানেল যাতে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যথাযথ অবদান রাখতে পারে, তার জন্য সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা, এবং স্থানীয় জনসাধারণ, শিল্প-উদ্যোক্তা, পর্যটক ও পরিবহন সেক্টরের স্বার্থ রক্ষায় এবিসি সড়কের দ্রুত উন্নয়ন অত্যাবশ্যক বলে উল্লেখ করেন ।