মহান মে দিবস উপলক্ষে বাঁশখালী পৌরসভা শ্রমিকদলের উদ্যোগে র্যালী ও সমাবেশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্টিত হয় । বাঁশখালী পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি আমির হোসেন কোম্পানির সভাপতিত্বে বাঁশখালী পৌরসভা শ্রমিকদলের সংগঠক শোয়াইবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান,সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল,শওকত আকবর,পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মর্তুজ আলী মোহাম্মদ হাবিবুর রহমান, ,বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,সাবেক সিঃ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ রিদুয়ান,বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রিফাদুল ইসলাম রুবেল,বাঁশখালী পৌরসভা ছাত্রদল ৭নং ওয়ার্ড শাখার সভাপতি হারুনুর রশিদ রাকিব,সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ লাবীব, পৌরসভা যুবদল নেতা মাহমুদ, পৌরসভা ছাত্রদল নেতা মোশারফ হোসেন রকি, শ্রমিক দল নেতা আব্দুল গফুর,জাফর, রিক্সা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিব,সিএনজি সমিতির সেক্রেটারি মোহাম্মাদ আলী, শ্রমিকদল নেতা বেলাল সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী বলেন- যুগে যুগে শ্রমিকরা প্রতারিত হয়েছে,গত ১৭বছরে শ্রমিকদের কল্যাণে কোন কাজ করেনি ফ্যাসিস্ট সরকার,বরং শোষণ ও জুলুম করেছে ,দেশনায়ক তারেক রহমান শ্রমিকদের কল্যাণে ৩১ দফা কর্মসূচিতে সুচিন্তিত পরিকল্পনা রয়েছে,আগামী তে বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিকদের কল্যাণে কাজ করা হবে। শ্রমিকদের আর্থিক ও সামাজিক উন্নতি ব্যাতীত দেশের উন্নয়ন সম্ভব নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।