চট্টগ্রামের বাঁশখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু: আবদুল হামিদ এর সভাপতিত্বে বুধবার সকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন স্যারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম উদ্দীন।
উক্ত সভায় ১৬০ জন প্রধান শিক্ষক অংশগ্রহন করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুঃ আবদুল হামিদ বলেন, বাঁশখালী উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে প্রধান শিক্ষকদের দক্ষতার সঙ্গে নেতৃত্ব দানের উপর গুরুত্বারোপ করেন।