মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক শাখার অভিষেকও আলোচনা সভা প্রশাসনিক কর্মকর্তা নোভেল ভট্টাচার্য্য চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাঁশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বাঁশখালীর শীলকুপ মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠিত বাঁশখালীতে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ বাঁশখালীতে ইপসার উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ বাঁশখালীতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্টিত বাঁশখালীতে নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ বাঁশখালীতে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা

বাঁশখালীতে ইপসার উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৩ জন পড়েছেন

স্থায়ীয়ত্বশীল উন্নয়ন সংগঠন ইপসা বাস্তবায়িত “মাল্টি হ্যাজার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা অফিসার্স কাব হলরুমে অনুষ্ঠিত হয় । বুধবার সকালে “রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ফর ভলান্টিয়ার গ্রুপ” শীর্ষক দু’দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম,অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোহাম্মদ নাহীদ আহমেদ জাকির। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বাঁশখালীর টিম লিড়ার মোঃ মিজানুর রহমান। উন্নয়ন ও সংবাদকর্মী কল্যাণ বড়ৃয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার প্রজেষ্ট অফিসার মাহিনুর আক্তার। এসময় ইপসার প্রজেষ্ট সহকারি অফিসার রিয়াজ উদ্দিন তালুকদার, মুহাম্মদ এনামুল ইসলাম সহ কালীপুর, বৈলছড়ি, সাধনপুর ও পুকুরিয়া এলাকার স্বেচ্ছাসেবক গন উপস্থিত ছিলেন। জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)-এর আর্থিক সহায়তায়, সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় এবং রাইমস-এর কারিগরি সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন, যে কোন দুর্যোগে যারা স্বেচ্ছায় শ্রম দেয় এবং মানুষের পাশে থাকে তারা নি:সন্দেহে ভাল মনের অধিকারি। বিগত দিনে ঝড় বৃষ্টিতে আপনারো প্রচারনা করে সাধারন জনগনকে সচেতন করেছেন আগামীতে ও এ ধারা অভ্যাহত রাখার আহবান জানান। তিনি স্বেচ্ছাসেবী কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।
প্রশিক্ষণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে কর্মরত আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, স্থানীয় পর্যায়ের ট্রিগার ও থ্রেশহোল্ডের ভিত্তিতে অ্যান্টিসিপেটরি অ্যাকশনের জন্য আবহাওয়াভিত্তিক পূর্বাভাস ব্যাখ্যা করেন। পাহাড়ধসের সময় তাৎক্ষণিক করণীয় ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিশদ ধারণা দেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অ্যান্টিসিপেটরি অ্যাকশন কী, কীভাবে তা কার্যকর হয় এবং কিভাবে গ্রুপ কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ-পূর্ব ও পরবর্তী সময়ে করণীয় কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদেরকে ভূমিধসের প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!