চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ২২ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরন উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোহাম্মদ নাহীদ আহমেদ জাকির,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কাইছার উদ্দিন,ডিকেআইবি এর সভাপতি উপ সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার দত্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মোহছেন আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: ওচমান গনি চৌধুরী প্রমুখ। উপ সহকারি কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র এর সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার উপস্থিত কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধির সার্বিক পরামর্শ দেন। যে কোন বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দের সাথে কিংবা উপজেলা অফিসে এসে সহযোগিতা নেওয়ার আহবান জানান। উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় ২২ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষকদের ৫ কেজি করে উফশী আমন বীজ, রাসায়নিক সার ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, ৫ টি করে নারিকেল চারা প্রদান করা হয়। উদ্বোধনী দিনে বাঁশখালী পৌরসভার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।