বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৫০ জন খামারীকে ২ কেজি ভিটামিন মিনারেল গ্রিমিক্স ও ৭টি করে কৃর্মিনাশক বিতরণ করা হয়। “আধুনিক পদ্ধতিতে গরু হ্ষ্ট পুষ্টকরণ প্রকল্পের আওতায়” গতকাল বৃহস্পতিবার বিকালে এ গুলো বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রাসারণ কর্মকর্তা ডা: তানজির হোসেন, ডা: শুভ দাশ, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম, অজিন চক্রবর্তী, সুমন কর্মকার, সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খামারীদের মাঝে ভিটামিন মিনারেল গ্রিমিক্স ও কৃর্মিনাশক বিতরণ কালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া।(পিএইচডি) বলেন, দেশে বর্তমানে প্রাণিজ আমিষের চাহিদা পুরণের জন্য প্রাণি সম্পদ দপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া বর্তমানে গ্রামে গঞ্জে সাধারণ জনগন পশু পালানে আগ্রহী হওয়াতে খামার সৃষ্টি করে নানা ভাবে লাভবান হচ্ছে। তিনি পুষ্টির চাহিদা নিশ্চিত করার জন্য প্রতিদিন এক গ্লাস দুধ ও একটি করে ডিম খাওয়ার আহবান জানান এবং খামারীদের ও সাধারন গরু ছাগল পালনকারিদের যে কোন সময়ে পাশে রয়েছে বলে অঙ্গীকার করেন ।