বাঁশখালী উপজেলা নবনির্মিত ভুমি অফিস এর ভাচুর্যালে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভুমি সেবা মানুষের দোঁড় গোড়ায় পৌছে দেওয়ার প্রত্যয় নিয়ে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এ উপজেলা ভুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্যালে উদ্বোধন করার পর আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু ছালেক,বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম,সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী,পৌর আওয়ামীলীগের নেতা তপন দাশ গুপ্ত, নীল কন্ঠ দাশ,পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ,ওলামালীগ সভাপতি মাওলানা আকতার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভুমি সেবা নিশ্চিত করার জন্য অনেক পদক্ষেপ গ্রহন করেছে। তারই অংশ হিসাবে আজ এ নবনির্মিত ভুমি অফিস উদ্বোধন করে সাধারন জনগনের নাগরিক সুবিধা বাড়িয়ে দিল। ভুমি অফিসে জনগন সকল সুবিধা পাবে এবং আগের মত কোন হয়রানির স্বীকার হবে না। তিনি বাঁশখালী বাসীর নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহন করবে বলে জানান।