বাঁশখালীতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতাদের সংবর্ধনা সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা অফিসার্স কাবে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ। এ সময় অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিন, বাঁশখালী একাডেমীর পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা মোঃ শিহাব তালুদারের সঞ্চালনায় সভায় নির্বাচিত জয়িতাদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন, জয়িতা শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি জয়িতা শিক্ষিকা মিতা চক্রবর্তী, সফল জননী সুমিত্রা পাল, অর্থনৈতিক সাফল্য অর্জনকারি শাকেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুঁছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা আফরোজা সোলতানা তাদের জীবনের তথ্য কাহিনী তুলে ধরেন। পরে সংবর্ধিত জয়িতাদের সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভায় বক্তারা বলেন নারীরা এগিয়ে না আসলে দেশের উন্নয়ন কখনও শতভাগ বাস্তবায়ন হবে না। তাই প্রতিটি কাজে নারী পুরুষ সবাইকে এগিয়ে আহবান জানান। বর্তমানে দেশের প্রতিটি সেক্টরে পুরুষের পাশাপাশি নারীরা গুরুপ্তপুর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন।