বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলরদের দায়িত্ব গ্রহন ও মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্টিত হয়। পৌরসভার গ্রীণপার্ক কনভেনশন হলে নব নির্বাচিত মেয়র এডভোকেট এস.এম তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এসময় অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, দক্ষিন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাফর আহমদ,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুরের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুরের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম, সরলের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়ার চেয়ারম্যান এম হারুনুর রশিদ, শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার, বৈঁলছড়ির চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন,পুকুরিয়ার চেয়ারম্যান আহসাব উদ্দিন, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগ নেতা নীলকন্ঠ দাশ, তপন দাশ গুপ্ত, পৌরসভা যুবলীগৈর আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ,সহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, রুজিনা আক্তার ও ছাদেকা নুর খানম বিউটি, পুরুষ কাউন্সিলর আনসুর আলী, কাঞ্চন কুমার বড়ুয়া, জমশেদ আলম, আরিফ মাইনুদ্দিন, মো. ইসহাক, মোঃ আক্তার হোসেন,আবদুল গফুর, প্রণব কুমার দাশ ও বদিউল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে তারা পৌরসভা কার্যালয়ে এসে নবাগত মেয়র কে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য গত ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভা নির্বাচনে এডভোকেট তোফাইল বিন হোসাইন বিজয়ী হয়ে বাঁশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন। গত ৬ ফেব্রয়ারি তাঁদের চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দীন ,উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহন শেষে তারা বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে সাংসদের চট্টগ্রামস্থ বাসায় সৌজন্য সাক্ষাত করেছিলেন ।