চট্টগ্রামের বাঁশখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে বুধবার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।”দুধ,ডিম,মাংস খান,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান” পুষ্টি,মেধা, দারিদ্র বিমোচন প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ শ্লোগানকে সামনে রেখে প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক। বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়–য়ার স্বাগত বক্তব্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা কৃষি অফিসার আবু ছালেক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা আবু আহমেদ তারিফ,সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ বেগম তাজকিরা, যুব উন্নয়ন কর্মকর্তা মো:শওকতুজ্জামান,বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রাসfরণ কর্মকর্তা ডাঃ শুভ কান্তি দাশ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, অজিন চক্রবর্তী, ফরিদুল আজিম, সুমন কর্মকার, জমশেদ আলম, বাঁশখালী ডেইরি এসোসিয়েশনের সভাপতি মোঃ ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তানজীর হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত ৫০ টি প্রদর্শনীতে বাঁশখালী উপজেলার খামারীরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁসমুরগি, শৌখিন পাখি ঘারল,ব্লেক বেঙ্গল, প্রাণী প্রযুক্তি, বিভিন্ন দুগ্ধজাত পণ্য ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে পরে প্রদর্শনীতে অংশ গ্রহনকারিদের পুরস্কার প্রদান করা হয় ।