বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার স্মরণে সংঘদান বাঁশখালীতে বাগীশিকের সম্মেলন ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির সমাবেশ দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে প্রশাস‌নের প্রস্তু‌তিমূলক মত‌বি‌নিময় সভা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা নিরাপত্তা ঝুঁকিতে বাঁশখালীর ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্ট ! বাঁশখালী‌তে ইপসার উদ্যেগে ইন্টারপ্রেটার পুলের রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং বাঁশখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন বাঁশখালীর জলদী ভাদালিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে মা সমাবেশ

ইপসা’র বৃক্ষরোপনে দূষণমুক্ত পরিবেশ গঠনে বৃক্ষরোপনের গুরুত্ব আরোপ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৬৩৫ জন পড়েছেন

দূষণের মরণ রোগে আক্রান্ত আমাদের বিশ্বপ্রকৃতি। এই কঠিন অসুখের এক অন্যতম ঔষধ বৃক্ষরোপণ। মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ। যার কারণে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণ ও বনসংরক্ষনের ভূমিকা অন্যতম উল্লেখযোগ্য। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না, আমাদের জীবন-যাপন প্রণালীর প্রতি মুহুর্তে বৃক্ষের অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) বা রোহিঙ্গা জনগোষ্ঠীর অস্থায়ীভাবে আশ্রয় নেওয়ার কারণে উখিয়া ও টকনাফ এলাকায় প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন হয়েছে। এখন এই অঞ্চলে আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা থেকে রক্ষার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষ রোপন করতে হবে। পর্যাপ্ত বৃক্ষরোপনের মধ্যদিয়ে অগ্নিকান্ডে বৃক্ষের ক্ষতি পুষিয়ে নেয়া এবং বন্যা ও পাহাড়ধসের মত প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব। ইপসা’র উদ্যোগে ও সলিডার সুইস’র সহায়তায় উখিয়া’র ক্যাম্প এলাকায় বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন।

ক্যাম্প ১০ এর সহকারী ক্যাম্প-ইন-চার্জ হরিচরণ চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়ার সহকারি সচিব ও ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) মুহাম্মদ আরাফাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডার সুইস’র লাইভলিহুড কোঅর্ডিনেটর আনারুল হক। সভায় বৃক্ষ রোপন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মোস্তাক আহমেদ। সভায় আইওএম’র ক্যাম্প ফোকাল কাজী মঈনুল ইসলাম এবং ইপসা প্রবীণ বান্ধব প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি ফরহাদ উদ্দিন, প্রকল্প সমন্বয়কারি রুহুল্লাহ খান কামাল, ইপসা-সিভিক প্রকল্পের উপজেলা ম্যানেজার রোজিনা আকতার, এমএমটি অফিসার নোবেল বড়ুয়া, মিল অফিসার সনৎ মুখার্যী, ও শামীম পারভেজ উপস্থিত ছিলেন। সভায় ক্যাম্পে কর্মরত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহন করেন। এখানে উল্লেখ্য যে, ইপসা সলিডার সুইস’র সহযোগিতায় উক্ত ক্যাম্পসমূহে ৬ হাজার বৃক্ষ রোপন করেছেন এবং এ বছর প্রায় ১৬ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা রোপন এবং রোপনের পর রোপিত বৃক্ষের পরিচর্যা করার পরিকল্পনা গ্রহন করেছে। এ বর্ষাকালীন সময়ের মধ্যে উক্ত বৃক্ষ রোপন কার্যক্রম সফলভাবে সমাপ্ত করার বিষয়ে ইপসা’র প্রতিনিধিরা সভায় পরিকল্পনা উপস্থাপন করেন এবং এ বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ