“নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে র্যালী , আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টিত হয়। শনিবার সকালে বাঁশখালী উপজেলা অফিসার্স কাব হলরুমে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “ জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন এবং আলোচনা অংশ নেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সহকারি কমিশনার (ভুমি) মো: আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুধাংশু শেখর হাওয়াদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুপন নন্দী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জিয়াউল কাদের, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক শিহাব সিকদার প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতা সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা উপস্থিত ছিলেন। অনুষ্টানে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,‘সফল জননী নারী’ ক্যাটাগরি শিক্ষিকা মনজু ভট্রাচার্য্য,‘অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী অর্জনকারী নারী’হুমাইরা খানম, ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ মনোয়ারা বেগম,‘ নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীতে’ সাজেদা বেগমকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।