চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে “তারুণ্যের শক্তি এসো দেশ বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার বুধবার (৮ জানুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সরল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,উপজেলা আনসার কর্মকর্তা রানা দাশ,উপ-সরকারী কৃষি কর্মকর্তা মিসবাউল হক। বক্তব্য রাখেন সংরক্ষিত ইউপি সদস্য রোকসানা আকতার, ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর চৌধুরী, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ, আবুল বশর, অধ্যক্ষ মাওলানা আহমদ কবির, সমন্নয়ক মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ মিসবাহ, মাওলানা কলিমুর রশিদ, মাওলানা শফিউল আলম, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ ছগির, সৈয়দ আনিসুল হক মিঠু, শহিদুল ইসলাম মাসুদ, শামসুল ইসলাম, মাষ্টার মোহাম্মদ হেলাল, শফিকুর রহমান, মোহাম্মদ আরকান, মোঃ তারেক, মোহাম্মদ হোছাইন প্রমূখ।
সভায় বক্তারা আধুনিক বাংলাদেশ গড়তে অতীতের সকল ভুলভ্রান্তি পরিহার করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।যাতে আগামী প্রজন্ম একটি উন্নয়নশীল ও শান্তিময় বাংলাদেশ পায় বলে অভিমত ব্যক্ত করেন ।