বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার স্মরণে সংঘদান বাঁশখালীতে বাগীশিকের সম্মেলন ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির সমাবেশ দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে প্রশাস‌নের প্রস্তু‌তিমূলক মত‌বি‌নিময় সভা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা নিরাপত্তা ঝুঁকিতে বাঁশখালীর ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্ট ! বাঁশখালী‌তে ইপসার উদ্যেগে ইন্টারপ্রেটার পুলের রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং বাঁশখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন বাঁশখালীর জলদী ভাদালিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে মা সমাবেশ

চট্টগ্রামে অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৪৪ জন পড়েছেন

চট্টগ্রামের শেরশাহ এলাকায় সুষেন বড়ুয়া ছোটন, পুরবী বড়ুয়া সহ পরিবারের সদস্যদের আয়োজনে অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজন শুক্রবার সকালে অনুষ্টিত হয়। বাঁশখালীর সরলের কাহারঘোনা গ্রামের প্রয়াত উপাসক সতীশচন্দ্র বড়ুয়া, উপাসিকা সংঘমিত্রা বড়ুয়া,প্রয়াত উপাসিকা দ্বীপ্তি রাণী বড়ুয়া, উপাসক কুশা বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় এবং পরলোকগতজ্ঞাতিদের পূণ্যস্মৃতি স্মরণে আয়োজিত অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্টান চট্টগ্রামের কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ ধর্মদুত প্রফেসর ড. উপানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ড.বুদ্ধপাল মহাথেরো, এতে প্রধান ধর্মদেশক ছিলেন রাঙ্গামাটি রাজবন বিহারের পরমপুজ্য বনভান্তের শিষ্য ও সুদেশক মেত্তাবংশ মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন বিদর্শনাচার্য এস.শাসনবংশ মহাথেরো, প্রধান জ্ঞাতি ছিলেন জ্ঞানালংকার মহাথেরো। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পুর্ব ইদিলপুর পূর্ণানন্দা বিহারের অধ্যক্ষ দেবকীর্তি ভিক্ষুও স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাহিত্যিক জিতেন্দ্র লাল বড়ুয়া,এতে আলোচনায় অংশ নেন সমাজসেবা কর্মকর্তা মিন্টু বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রীতিশ রঞ্জন বড়ুয়া, অমরেশ বড়ুয়া ছৌধুরী,শুক্লা বড়ুয়া, বনরুপ বড়ুয়া অমি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক প্রকাশ বড়ুয়া,ফনিন্দ্র লাল বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া,মিলন বড়ুয়া, অপু বড়ুয়া বাবুন, সুষেন বড়ুয়া ছোটন, তপু বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
এ সময় প্রাতিষ্ঠানিক এসিদান,অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজন শেষে সুষেন বড়ুয়া ছোটন, পুরবী বড়ুয়ার দু,কন্যা সন্তান প্রিয়সী বড়ুয়া সুপ্তা ও পুতুল বড়ুয়া সৃষ্টির কর্ণচ্ছেদন অনুষ্ঠানের সামাজিক অনুষ্টান অনুষ্টিত হয়। এ সময় আয়োজক সুষেন বড়ুয়া ছোটন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ