জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ইফতারও দোয়া ও মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল ও চট্টগ্রাম সিগমা ল্যাব এর পরিচালক ডা. আমজাদ হোসেন,বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল।
জাতীয় নাগরিক কমিটির বাঁশখালী উপজেলার সাকিবুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াসিন আমিনী, মাওলানা ফয়জুল্লাহ। এসময় জাতীয় নাগরিক পার্টির বাঁশখালী উপজেলার সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী, রিয়াজ উদ্দিন, তাওহীদুল ইসলাম, আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবরারুল করিম নিহাল, শোয়াইবুল ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টি’র বাঁশখালী উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন,খেলাফতে মজলিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও বাঁশখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।