চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে উপজেলা অফিসার্স কাবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। বনবিভাগের চুনতি অভয়ারণ্য রেঞ্জের জলদী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পরিবেশকর্মী ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া।
এ সময় সাংবাদিক আবু বক্কর বাবুল, সাংবাদিক মিজান বিন তাহের,সাংবাদিক শিব্বির আহমদ রানা, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ,সাংবাদিক তাফহীমুল ইসলাম সহ বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে হাতির হামলায় ফসলের ক্ষতির শিকার ১২ পরিবারের সদস্যদের ৪ লক্ষ ৯৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।