বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলাস্থ সাফরান রেস্টুরেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি ডাঃ মোহাম্মদ এস.এ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এন রাসেল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি ডাঃ মামুনুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, দক্ষিণ জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক মোঃ নুরুল আলম, বাঁশখালী উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার’স (ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী শাখার সভাপতি ডাঃ আশেক এলাহি রনি,ডাঃ মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা সাধারন জনগনের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেওয়ার আহবান জানান ।