শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু বাঁশখালীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের গনসংযোগ বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই বাঁশখালীর ওসি সাইফুল ইসলামকে প্রশাসনে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদানের চেক বিতরণ

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৩৭ জন পড়েছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল গতকাল বিকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। কয়েক সহ¯্রাধিক লোকের অংশগ্রহনে গণমিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিলিত হয়। বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুর রহিম ছানুবী, পৌরসভা আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা এনামুল হক জিহাদী, অ্যাডভোকেট জি.এম.সাইফুল ইসলাম, অধ্যাপক মাওলানা শহিদুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, অধ্যক্ষ মাও. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা সোলায়মান প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার বিদায়ের প্রথম বর্ষপূর্তি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনা দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। এ বিজয় এ দেশের শ্রমিক-মেহনতি মানুষ ও সাধারণ জনগণের বিজয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে একটি গণমুখী ও কল্যাণকামী রাষ্ট্র পরিচালনা করতে চায়। আগামী জাতীয় নির্বাচনে গণরায় দাড়ি পাল্লার পক্ষে দেওয়ার আহবান জানান। প্রধান বক্তা বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, আলেমদের ওপর নির্বিচারে গণহত্যা, জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিংসহ সকল অপরাধের জন্য খুনি হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। বাঁশখালীতে স্বৈরাচার আমলে যারা হামলা-মামলার শিকার হয়েছেন, আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দেবেন। আগামীর বিজয় হবে ইসলামের বিজয়। ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষের খেদমত করার জন্য দাড়ি পাল্লার পক্ষে রায় দেওয়ার আহবান জানান।(প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ