বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার স্মরণে সংঘদান বাঁশখালীতে বাগীশিকের সম্মেলন ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির সমাবেশ দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে প্রশাস‌নের প্রস্তু‌তিমূলক মত‌বি‌নিময় সভা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা নিরাপত্তা ঝুঁকিতে বাঁশখালীর ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্ট ! বাঁশখালী‌তে ইপসার উদ্যেগে ইন্টারপ্রেটার পুলের রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং বাঁশখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন বাঁশখালীর জলদী ভাদালিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে মা সমাবেশ

বাঁশখালীতে উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার স্মরণে সংঘদান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৪০ জন পড়েছেন

বাঁশখালী ঐতিহ্যবাহী সংঘগ্রাম কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের শ্রদ্ধাবান উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে প্রয়াতের কনিষ্ট সন্তান সংবাদকর্মী কল্যাণ বড়ুয়ার উপজেলা সদরের বাসায় ঐতিহ্যবাহী জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপাল মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত সংঘদানে প্রধান অতিথি ছিলেন মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের অধ্যক্ষ বিদর্শন সাধক শ্রীমৎ বিনয়পাল মহাস্থবির। এতে ধর্মদেশনা করেন এবং উপস্থিত ছিলেন দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ শীলরত্ন ভিক্ষু,বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ মেত্তাপ্রিয় ভিক্ষু, জলদী ধর্মরত্ন বিহারের আবাসিক সুদেশক শ্রীমৎজ্ঞানবোধি ভিক্ষু, শ্রীমৎ আর্য্যপাল ভিক্ষু ,সংঘগ্রাম কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাতারাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিজয়বোধি ভিক্ষু সহ অন্যান্য পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক জ্ঞাতিবর্গ উপস্থিত ছিলেন। এতে পঞ্চশীল প্রার্থনা করেন প্রয়াতের পুত্র ব্যবসায়ী মিলন বড়ুয়া। কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত সতীশ চন্দ্র বড়ুয়ার ১৯তম এবং পুণ্যশীলা উপাসিকা প্রয়াতা সংঘমিত্রা বড়ুয়ার ১৮তম, এবং পরিবারের বড়বউ দ্বীপ্তি রাণী বড়ুয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও পরলোকগত সকল জ্ঞাতীগণের পুণ্য স্মৃতি স্মরণে অষ্টপরিষ্কার সহ সংঘদানের আয়োজন করা।
উল্লেখ্য সংবাদকর্মী কল্যাণ বড়ুয়ার পিতা সতীশ চন্দ্র বড়ুয়া ২০০৬ সালের ৯ মে, মাতা সংঘমিত্রা বড়ুয়া ২০০৭ সালের ৪ অক্টোবর পরলোক গমন করেন। অনুষ্টানে অংশগ্রহন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতের কনিষ্ট পুত্র সংবাদকর্মী কল্যাণ বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ