চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সোমবার (১০নভেম্বর) বাঁশখালীর কালীপুরে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন,দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মরহুমের ছোট সন্তান বাঁশখালী আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর,কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী,বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, হাজি মোহাম্মদ রফিকুল আলম,বাহারছড়ার সাবেক চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ লোকমান, মাষ্টার মোহাম্মদ রফিক, জাগির আহমদ, ফৌজুল কবির ফজলু, খন্দকার হেলাল উদ্দিন, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, এস এম ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, জেলা বিএনপি নেতা ইব্রাহীম খলিল, মোস্তফিজুর রহমান চৌধুরী, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, ফজলুল কাদের, মোহাম্মদ মহসিন, সাইফুল করিম, গিয়াস উদ্দিন হিরু, মামুন খান, বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, তরিকুল ইসলাম টুটুল ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, সদস্য সচিব দিদারুল আলম, গাজী ফোরকান, জেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম, এস এম তৈয়ব, ইসমাইল বিন মনির, তারেক রহমান, শাখাওয়াত হোসেন মিশু ও শফিউল আলম চৌধুরী সহ প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির মহান এই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বহু আন্দোলন-সংগ্রামে, দলীয় কর্মসূচিতে জাফরুল ইসলাম চৌধুরীর সঙ্গে থেকেছি। দলের প্রতি তার আত্মত্যাগ চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের মুখেও দল ত্যাগ করেননি। লায়ন হেলাল উদ্দিন আরও বলেন, “জাফরুল ইসলাম চৌধুরী শুধু একজন নেতা নন, তিনি ছিলেন দক্ষ সংগঠক। তার নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপি সুসংগঠিত হয়েছিল। শত শত নেতাকর্মী গড়ে উঠেছে তার হাত ধরে। অসুস্থতা নিয়েও তিনি রাজপথে থেকে দলের কর্মসূচি পালন করেছেন। বলা যায়, রাজপথ থেকেই সরাসরি কবর পর্যন্ত গেছেন তিনি। বিএনপির এই নেতা বলেন, “জাফরুল ইসলাম চৌধুরী এমন একজন নেতা ছিলেন যার সঙ্গে সকলের সুসম্পর্ক ছিল। তিনি সাধারণ মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বাঁশখালীর মানুষ বারবার। তিনি আরও জানান, জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বাঁশখালী-১৬ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বিএনপি ও জাফরুল ইসলাম চৌধুরীর প্রতি বাঁশখালীর মানুষের ভালোবাসা আবারও প্রমাণ পাবে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply