চট্টগ্রামের বাঁশখালীতে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা বৃহস্পতিবার (১১ডিসেম্বর) অনুষ্টিত হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসুচীর শুরুতে উপজেলা পরিষদ কায়ালয় থেকে শুরু হওয়া র্যালীর উদ্ভোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২৫ উপলক্ষে স্বেচ্ছাসেবক কাজে অনুপ্রাণিত করতে দুর্যোগ ও উন্নয়নে স্বেচ্ছাসেবকদের অবদান, স্থানীয় প্রশাসনের করণীয় শীর্ষক সংলাপ র্যালী শেষে বাঁশখালী উপজেলা অফিসার্স কাবে অনুষ্টিত হয়।
জার্মান ফেডারেল ফরেন অফিস ( জিএফএফও) ‘র অর্থায়নে, সেভ চিলড্রেন এর সহযোগিতায়, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে বিশ্ব স্বেচ্ছাসেবক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ।
ইপসার কর্মকর্তা ও উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনে এতে অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপজেলা ফায়ার সার্ভিস টিম লিড়ার মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, উপজেলা সিপিপির দায়িত্বরত প্রশিক্ষক মিঠু কুমার দাশ, সাংবাদিক শিব্বির আহমদ রানা প্রমুখ।
সংলাপের উদ্দেশ্য সম্পর্কিত বিস্তারিত আলোকপাত করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসারন প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার। স্বেচ্ছাসেবকদের কর্মকান্ড নিয়ে সেশন পরিচালনা করেন প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠক মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। এছাড়া সহকারি প্রজেক্ট অফিসার মুহাম্মদ এনামুল ইসলাম, বেলায়েত হোসেন রাইয়ান, স্বেচ্ছাসেবক মো: নজরুল ইসলাম, মিজানুর রহমান, ইয়াসমিন আক্তার, সাঈদ মাহমুদ, জন্নাতুল মাওয়া সহ অন্যারা আলোচনায় অংশ নেন।
সভায় প্রধান অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ইপসার প্রতিটি মানবিক কর্মকান্ডে সাধারন জনগন উপকৃ হচ্ছে। তাছাড়া প্রাকৃতিক দৃর্যোগ থেকে শুরু করে ভূমিধস প্রতিটি সংকটে প্রথমে সাড়া দেন ইপসার স্বেচ্ছাসেবকরা। প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকেরা উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে বিগত দিনের গুলোতে অংশ নিয়ে যথাযথ ভুমিকা পালন করায় ধন্যবাদ জানান তিনি।
পাহাড়ধস, ভবন ধস, সড়ক দুর্ঘটনা বা যেকোনো জরুরি অবস্থায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের তাৎক্ষণিক সহায়তা আমাদের উদ্ধার কাজকে অনেক সহজ করে। ইপসা স্থায়ীত্বশীল উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে যে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করছে, তারা মাঠে আমাদের সত্যি কারের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রশাসন,সিপিপি, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি হলেই দুর্যোগ মোকাবিলা আরও দ্রুত ও পেশাদার হবে বলে অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply