নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর গন্ডামারার চেয়ারম্যান মো: লেয়াকত আলীর প্রতিষ্টিত আনোয়ারা বেগম ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্টান গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত হয়। বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্টাণে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মীর কাশেম, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা বেগম ও স্কুল কলেজের প্রতিষ্ঠাতা ও গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো: লেয়াকত আলী। সৈয়দ নুর রানার সঞ্চালনায় বই বিতরণ অনুষ্টানে অতিথি ও উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেস কাবের সাবেক সাধারণ ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, সিফাত চৌধুরী, আরজি সুলতানা, আহছানুল জামাল, ওবাইদুল হক, জান্নাতুল নাঈম, জোবাইদা আক্তার, শারাবান তাহুরা, মো: আমিন উল্লাহ, মো: নুর মোহাম্মদ, মো: আবুল বশর, মো: ছাবের, শাহেদা আক্তার, আবদুল জব্বার, নুর মোহাম্মদ, ইলিয়াস আজাদ, সেলিম উদ্দিন সুমন প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ারা বেগম ও স্কুল কলেজের প্রতিষ্ঠাতা ও গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো: লেয়াকত আলী বলেন, বাঁশখালীর অবহেলিত একটি ইউনিয়ন গন্ডামারা। এখানকার জনগন শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে। এলাকার জনগনকে সচেতন ও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে আনোয়ারা বেগম ও স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদেে বিনামুল্যে বই , স্কুল ড্রেস সহ সকল ধরনের সহযোগিতা করা হবে তিনি জানান ।