শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ‌বিদায় সংবর্ধনা বাঁশখালীতে ধর্ম উপদেষ্টা ড.আফম খালিদ,ঈদগাও জানাযার মাঠের ব্যবস্থা করা হবে বাঁশখালীতে ৪১দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৭ শিশু-কিশোর বাঁশখালী পুঁইছড়িতে নাগরিক সমাজ – সতর্ক করলেন ভূমিদস্যুদের বাঁশখালীতে বিএনপির ইফতার মাহফিলে পাপ্পা ‘আগামীতে আপনাদের কে পাশে চাই’ বাঁশখালীর শীলকুপে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বাঁশখালী আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর পুঁইছড়িতে বাস্কেটের প্রতারনায়,৫৫ হাজার টাকা জরিমানা বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা

কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৭২৮ জন পড়েছেন

লোহাগড়া খুসাঙ্গার পাড়া মহাবোধি বিহারের অধ্যক্ষ প্রয়াত কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্তোষ্টিক্রিয়া দুইদিন ব্যাপী অনুষ্টান মালার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রয়াত কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র মরদেহসহ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত কর্মসূচী শুক্রবার ৭১ বার আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে প্রয়াত মহাথেরর পবিত্র শ্মশানে শবদেহে অগ্নিসংযোগের মাধ্যমে পরিসমাপ্তি হয় । শুক্রবার দুই পর্বের অনুষ্ঠান মালায় প্রথম পর্ব জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাত:রাশ,প্রয়াত কর্মজ্যোতি জিনানন্দ মহাথের মহোদয়ের নৈর্বাণিক শান্তি সুখ প্রার্থনায় অষ্ঠপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা । দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও অনিত্যসভায় শুরুতে মঙ্গলাচরণ করেন সূরিয়তিলক ভিক্ষু, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন লালনব্রতী দিলীপ বড়ুয়া ও তার দল। সভায় সভাপতিত্ব করেন মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের, উদ্বোধক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। সম্নানিত অতিথি উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাথের, উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাথের, বিশেষ অতিথি ছিলেন জাফর আলম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো: মমিনুর রহমান, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম সেবা ), বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,সভাপতির ভাষন প্রদান করেন সর্দ্ধমনিধি ধর্মদর্শী মহাথের, কার্যকরী সভাপতির ভাষন প্রদান করেন ধর্মদূত এস. লোকজিৎ থের, অভ্যর্থনা উপ-পরিষেদের চেয়ারম্যানের ভাষন প্রদান করেন অ্যাডভোকেট সুনীল কান্তি বড়ুয়া, সাধারন সম্পাদকের প্রতিবেদন পেশ করেন বিজয় কুমার বড়ুয়া। অনুষ্টানে সন্মানিত অতিথি ও আলোচক ছিলেন,ভদন্ত ধর্মমিত্র মহাথের,ড. সংঘপ্রিয় মহাথের,ভিক্ষু সুনন্দপ্রিয়, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, অধ্যক্ষ(অব:) প্রিয়বর্ধন বড়ুয়া, প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, কর আইনজীবি জয়শান্ত বিকাশ বড়ুয়া, সত্যপ্রি বড়ুয়া, দানবীর অরুণ বড়ুয়া, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: বিদ্যুৎ বড়ুয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, এডভোকেট আশীষ বরণ বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, অনিল কান্তি বড়ুয়া, অশোক বড়ুয়া, গোপাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ মৃদুল বড়ুয়া, লোকমান হাকিম, সুজন বড়ুয়া, পল্টু কুমার বড়ুয়া প্রমুখ। অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া ,এস. ধর্মতিলক থের ও শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টানে সমন্বয়কারীর ভাষনপ্রদান করেন তাপসজ্যোতি থের, কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক জয়সেন বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!