শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দক্ষিণ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা বাঁশখালীতে আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদলের সমাবেশ বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি

কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ জন পড়েছেন

বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদলের উপর সন্ত্রাসী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে মোশাররফ আলী মিয়া বাজারে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফের সভাপতিত্বে এবং উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান ব্ুুলবুলের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, সদস্য নিজাম উদ্দিন, তৈয়ব ও মারুফসহ স্থানীয় ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি বলেন, যারা আগ্রাসী মনোভাব নিয়ে গনতন্ত্র হরনকারী পতিত স্বৈরাচার হাসিনার দেখানো পথে হাঁটতে চাই। তাদেরই গুপ্ত সংগঠন সন্ত্রাসীরা ৫ আগস্ট পরবর্তী ছাত্রলীগের খোলস পাল্টে বটবাহিনীতে পরিনত হয়েছে। বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষ তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামানের নির্দেশনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করছে।
প্রধান বক্তার বক্তব্যে ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সফল নেতৃত্বদানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে ঐক্য বাংলাদেশের গনতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠেছে তা বিনষ্ট করার মধ্যে দিয়ে আরো একবার গনতন্ত্রকে কবর দেওয়ার পায়তারা করছে বটবাহিনীরা। অন্তববর্তীকালীন সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফ্রেরুয়ারিতে নির্বাচনের মধ্যে দিয়ে বিগত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী এবং গনতন্ত্র রক্ষার লড়াইয়ের অবসান হবে। বাংলাদেশ ফিরে পাবে তার গনতান্ত্রিক সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষ অসংখ্য মিথ্যা সংবাদ দ্বারা বিভ্রান্ত হচ্ছে। এর দ্বারা সমাজে অশান্তি নেমে আসে। আমরা মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। তাই মহান আল্লাহ তাঁর প্রিয় নবীর মাধ্যমে বিশ্ববাসীকে সংবাদ প্রচারের আগে তা যাচাই বাছাই করার তাগিদ দিয়েছেন। কোরআনে মাজিদে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই তা যাচাই করো, অন্যথায় তোমরা কৃতকর্মের কারণে লজ্জিত হবে। আগামীতে আমার কোন ভাইয়ের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখান সাথে সাথে সেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ