রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কালীপু‌রে ঋষি অদ্বৈতানন্দ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আসছেন চরমোনাই পীর র‌বিবার, আ‌য়োজক‌দের সংবাদ সম্মেলন বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি হ‌লেন এড‌ভো‌কেট আশরাফ হোসেন চৌধুরী বাঁশখালীতে এস.এস.সি,তে জিপিএ ৫ পেয়েছে ১৮৫ জন,দাখিলে ১৫ জন শাহ বদিউল আলম অবিভক্ত ভারতের অন্যতম প্রাণপুরুষ – মাহমুদুল ইসলাম চৌধুরী বাঁশখালীর ঋষিধামে স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের তিরোধান বার্ষিকীর সভা বাঁশখালীতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক শাখার অভিষেকও আলোচনা সভা বাংলাদেশ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নোভেল ভট্টাচার্য্য বাঁশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বাঁশখালীর শীলকুপ মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠিত

শাহ বদিউল আলম অবিভক্ত ভারতের অন্যতম প্রাণপুরুষ – মাহমুদুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৫ জন পড়েছেন

ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব ‘দি মোহামেডান অবজারভার’ ইংরেজি পত্রিকার প্রথম মুসলিম সম্পাদক শাহ মোহাম্মদ বদিউল আলম শাহ (রঃ) কর্তৃক রচিত ১৯১৪ সালে প্রকাশিত বিখ্যাত বই WHAT IS MAN এর ৩য় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্প‌তিবার ১০জুলাই দুপু‌রে শাহ মোহাম্মদ বদিউল আলমের ৯৭তম ওরশ শরীফ উপলক্ষে বাঁশখালীর কালীপুর ইজ্জতনগরের সাহেব বাড়িতে তাঁর মাজার শরীফ সংলগ্ন খানাকা শরীফে অনুষ্ঠিত অনুষ্ঠানে বইয়ের প্রকাশক শফিকুল আলম নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন সাবেক সাংসদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, আবদুস ছবুর, শাহ আলম মৌলুদ, মকসুদুল আলম, মুরাদুল আলম সুমন, মনসুরুল আলম, শহিদুল আলম আদর, ফারুক আহমেদ, তরিকুল আলম, তৌহিদুল আলম, নাফিজ মিনহাজ, মোরশেদুল হক, নাজমুল হক শামীম, তাওসিফুল আলম, মাওলানা মনসুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
WHAT IS MAN বইটি দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৬১ সালে, দীর্ঘদিন যাবৎ ঐতিহাসিক বইটি দুষ্প্রাপ্য হওয়ায় সম্প্রতি বইটি ৩য় সংস্করণ মুদ্রিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি চটগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের সাবেক মেয়র ও সা‌বেক সংসদ সদস‌্য মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, শাহ মোহাম্মদ বদিউল আলম ছিলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত স্বাধীনচেতা আলোকিত ব্যক্তিত্ব। ১৮৮৩ সালে তিনি নোয়াখালী খাস মহালে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন কিন্তু ব্রিটিশ শাসনের অবিচার ও অন্যায়ের প্রতিবাদে ১৮৯২ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন। এরপর তিনি কলকাতায় বসবাস শুরু করে সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। সেখানে তিনি “The Mohammedan Observer” পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাদেশের ইংরেজি পত্রিকার প্রথম সম্পাদক। এছাড়াও তিনি বহু গ্রন্থ রচনা করেন। তাঁর What Is Man বইটি অত্যন্ত উচ্চ স্তরের গবেষণা ধর্মী বই।
উল্লেখ‌্যতদানীন্তন বঙ্গদেশের কৃতিপুরুষ, উপমহাদেশে মুসলমান দ্বারা ইংরেজিতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘দি মোহামেডান অবজারভার’ (১৮৯২ ইংরেজি) প্রথম মুসলমান সম্পাদক হযরত ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলমের (ক.) জন্ম ১৮৫৬ সালে বাঁশখালী উপজেলার কালীপুর ইউ‌নিয়‌নের ইজ্জতনগ‌রে। তাঁর লিখিত গ্রন্থ বর্তমানে আমেরিকান বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের পড়ানো হয় ও গবেষণা চলছে। তিনি ঐতিহ্যবাহী সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের মহান খলিফা ছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের প্রথম ইংরেজি পত্রিকা ‘দি মোহামেডান অবজারভার’ পত্রিকার সম্পাদকের পাশাপাশি ব্রিটিশ শাসন আমলে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পদে চাকরি করেন। তিনি ১৯১৪ সালে একটি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন। বইটির নাম ‘What is man, and the universal religion of man, in the Light of islam. ১০৯ বছর আগে লিখিত এই বই পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে।
১৯৩১ সালের ১ জুন (১৪ই মহরম ১৩৫০ হিজরী) সোমবার এ মহান মনিষীর ওফাত হয়। সে মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলমের ওফাত বার্ষিকী উপলক্ষে নিজ গ্রাম বাঁশখালী উপজেলার ইজ্জতনগরের সাহেব বাড়িতে ওরস শরীফসহ নানা কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!