বাঁশখালী উপজেলার পুঁইছড়ি, ছনুয়া, শেখেরখীল, চাম্বল, শীলকূপ, গ-ারমারা ও সরল ইউনিয়ন নিয়ে দক্ষিণ বাঁশখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাম্বল বাজারে র্যালী শেষে আলোচনা সভা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়ার সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লিগ্যাল এইড বাঁশখালী উপজেলার সদস্য সচিব বিএনপি নেতা অ্যাডভোকেট মাহমুদুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ।
এ সময় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক এস.এম আবদু রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আনসার উল্লাহ, শেখেরখীল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মেহেদী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছগির, উপজেলা মহিলা দলের সভাপতি সারাবান তাহুরা ফেরদৌসী কলি, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় চক্রবর্তী মানিক, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ইউনুস, গন্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদুল আলম রানা, ছনুয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন মিজান, পুইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সবুর, সরল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসাইন, বিএনপি নেতা হাজী ইউনুস, তোফায়েল আহমেদ, খোরশেদ আলম, আব্দুল খালেক, আব্দুল মন্নান, কামরুল ইসলাম, খুররম রেজা, বাহার উদ্দিন, উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদার, হামিদ সিকদার, উপজেলা ছাত্রদল নেতা রিফাত, আতিকুর রহমান আতিক, নুরুন্নবী, কাইছার, মিনহাজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার লোকমান আহমদ বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতির কল্যাণে সংগ্রাম করছে। সেই ধারাবাহিকতায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ বহু মামলা-হামলা এবং নির্যাতনের স্বীকার হয়েছেন। এদেশের অনেকেই বলেছিলেন বিএনপি শেষ হয়ে যাবে, কিন্তু আজকে তাদের সেই ধারনা ভুল প্রমানিত হয়েছে, বিএনপির শিকড় অনেক গভীরে, বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে রেজাউল হক চৌধুরী বলেন, ‘৪৭ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান এদেশের কল্যাণে বিএনপি প্রতিষ্ঠা করেন। আজ বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে এসেছে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ। বর্তমানেও নির্যাতিত হচ্ছে,অপ-প্রচারের স্বীকার হচ্ছে। সামনে জাতীয় নির্বাচন,এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। সকলকে সেই ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
Leave a Reply