নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগরি ্ছিদ্দিক সিটি সেন্টারে উদ্বোধন করা হয়েছে বাঁশখালীর গুনাগরিতে শাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬৯ তম শাখা। মঙ্গলবার সকালে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম। ব্যাংকের ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে বর্নাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, ইসলামী ব্যাংকের গুনাগরি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুহিব্বুল হক, মনির উদ্দিন জিয়া প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের বিজয়ের মাসের এই দিনে ইসলামী ব্যাংকের নতুন সাতটি শাখা উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। ইসলামী ব্যাংক শরীয়াহ ভিত্তিক পরিচালিত একটি ব্যাংক। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রায় চার দশক পার হয়েছে। এই সময়ে ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়ও শামিল হয়েছে ইসলামী ব্যাংক। এই ব্যাংক সুদমুক্ত থেকে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। আপনারা নির্বিঘেœ ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করবেন।’ দরিদ্র জনগোষ্টির ভাগ্য উন্নয়নে এই ব্যাংক অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে
Leave a Reply