নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া সমুদ্র সৈকতে যাতায়াতের সংযোগ সড়কের বশির উল্লাহ মিয়াজী বাজারস্থ বেইলী ব্রীজটি পাটাতন নষ্ট হয়ে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হলে গতকাল সংস্কার কাজ শুরু করা হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ব্রীজটি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, আবু জাফর চৌধুরী, ইউপি সদস্য মালেক সিকদার, রওশনজ্জামান, সেলিম উদ্দিন চৌধুরী, মো. আলী চৌধুরী, জমির উদ্দীন, সৈয়দ শহিদুল ইসলাম, আবুল কালাম, খুরশিদুল আলম, এনামুল হক চৌধুরী, সাহাব উদ্দিন, মো. ইউসুফ, মো. নাছির উদ্দীন, মো. সেলিম, মো. আনছার, মো. মুফিজ, রশিদ আহমদ, হেলাল উদ্দিন, মনজুর আহমদ, লেদু, সোহেল, জাকের হোসেন, মো. ওসমান, নুর উদ্দিন রকি, এনামুল হক, রিয়াদ, মো. শাহেদ, মো. ওয়াহেদ ও জিসান প্রমুখ। ব্রীজের সংস্কার কাজ পরিদর্শনকালে চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন,বিগত দিনে ৭০ হাজার টাকা ব্যয়ে ব্রীজের পাটাতন ঠিক করা হলেও পরে আবারো নষ্ট হয়ে পড়ে। ফলে পরিষদের উন্নয়ন ফান্ড থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও তাতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয় হবে বলে তিনি জানান। অথচ বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া সমুদ্র সৈকত মিনি কক্সবাজার নামে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে ভ্রমণ পিপাসুদের মাঝে। কিন্তু ভারী ও অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে এই সমুদ্র সৈকতে যাতায়াতের বাহারছড়া বশির উল্লাহ মিয়াজী বাজারস্থ জলকদর খালের উপর অবস্থিত বেইলী ব্রীজ পাটাতন নষ্ট হয়ে যায়। এছাড়াও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর ডিও লেটারের মাধ্যমে এই ব্রীজটি স্থায়ী ব্রীজ হিসেবে নির্মাণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার লিখিত পত্র প্রেরণ করা হয়েছে।