নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দু’দিন ব্যাপী কর্মসুচী গ্রহন করেন। ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে আলোক সজ্জা ,১৬ ডিসেম্বরের ১ম প্রহরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পরে সকাল ৮ ঘটিকায় বাঁশখালী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনোতোষ দাশ, সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, শিক্ষক অন্জন চক্রবর্তী, অচিন্ত্য কুমার আচার্য়্য, মুহাম্মদ ওসমান, মাহবুব আলম, সত্যজিত বড়ুয়া, সুমন সুশীল, রতন দাশ, লক্ষ্মণ দাশ,তাহেরা বেগম, প্রীতি বড়ুয়া, সুলভ দাশ,জসীম উদ্দিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।