নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহযোগিতায় “খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার” গতকাল বুধবার অনুষ্টিত হয়। উপজেলা বিআরডিবি হলরুমে সেমিনারে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমা । সেমিনারে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন বাঁশখালীর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া,বাঁশখালী ধানার ওসি তদন্ত মোহাম্মদ আজিজুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সেলোমান, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,মিষ্টি-বেকারী ব্যবসায়ী, হোটেল রেস্তোরা ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ীরা এতে অংশ গ্রহন করেন। সেমিনারে খাদ্যের ভেজাল রোধ নিরাপদ করণে মানবিক দৃষ্টি কোণ থেকে দায়িত্ব পালনের আহবান জানানো হয় ।