সুত্র আজাদী অনলাইন
বাহামার জনশূন্য দ্বীপে আটকেপড়া তিনজন কিউবার নাগরিককে ৩৩ দিন পর উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। উদ্ধারের পর তারা জানান, এত দিন তাদের বেশির ভাগ খাবারই ছিল নারকেল।
মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, একটি এয়ারক্রু রুটিন টহল দিচ্ছিল। তখন অ্যাঙ্গুইলা কেতে এই তিনজনের পতাকা বানানোর চিত্র নজরে আসে। উদ্ধারকারী দলের একজন ক্রু বিবিসিকে জানান, তারা এত দিন সেখানে বেঁচে রয়েছে এটা অবাক করার মতো। গত ৮ ফেব্রুয়ারি তাদেরকে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী দ্বীপটিতে তাদের প্রথম শনাক্ত করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা রিলি বীচার জানান, আমরা যখন টহল দিতে বেরিয়েছিলাম তখন কিছু আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। পরে হেলিকপ্টার আরেকটু নিচে আসার পর বুঝতে পারি যে, সেখানে থাকা লোকজন সংকটে রয়েছে। তবে টহলরত ক্রুরা তাৎক্ষণিক উদ্ধারকাজ চালানোর জন্য সজ্জিত ছিলেন না।