২৫ মার্চ গনহত্যাবক দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশা হনের উদ্যোগে স্মৃতিচারণ ও আলোচনা সভা গতকাল (বৃহস্পতিবার ) বিকালে অফিসার্স কাব হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার এর সভাপতিত্বে হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গসমলিব সাদলী। আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা সহকারি শিক্ষা কর্মকতা সৈয়দ আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী,বলেন, সেদিন বর্বর হানাদার বাহিনীত চেয়েছিল এদেশের সকল বৃদ্ধিজীবিদের হত্যা করে দেশকে নেতৃত্ব শূণ্য করতে, কিন্ত জাতির জনকের বলিষ্ট নেতৃত্বে এদেশ স্বাধীনতা পেয়েছে। দেশ আজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছে। তিনি স্বাধীনতার সুফল সর্বত্র পৌঁছে দিচ্ছে আজ জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশে আজ স্বাধীনতার সুর্বণ জয়ন্তী পালনের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রীয় নেতারা আজ বাংলাদেশে আগমন করে এদেশকে বিশ্ববাসীর কাছে আবারো নতুন করে পরিচয় করে দিচ্ছে বলে তিনি অভিমত প্রকাশ করেন ।