বাঁশখালীতে ওষধে ভেজাল রোধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে কিনা তা যাচাই বাচাই করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারামতে পরিচালিত এ অভিযান
পৌরসভার জলদীতে সোমবার পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোহাম্মসদ আতিকুর রহমান ও চট্টগ্রাম ওষধ অধিদপ্তরের সহকারি পরিচালক সায়মা ছিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সদরের ইসলামিয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা, আস্করিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশ কয়েকটা ফার্মেসি তাদের ফার্মেসিতে রক্ষিত ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষধ সরাতে ব্যস্ত হয়ে পড়ে। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোহাম্মসদ আতিকুর রহমান বলেন, ভেজাল রোধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষধ যাতে বিক্রি করতে না পারে তার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান ।